যা দেখছি

প্রথম পাতা > যা দেখছি > মেঘনার ৭১

নদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার বাবা-মা। সব বিষয়ে মেঘনার কৌতুহল। মা-বাবাও তার সব কৌতুহলের প্রশ্রয় দেন। তাই মেঘনা বাবা মায়ের কাছে কোনো কিছু জানতে চাইলেই উত্তর পায়। মা তাকে অনেক অনেক বই এনে দেন গল্প, রূপকথা, ইতিহাস, ভূগোল। শুধু দেশের বই নয় দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া। এর মধ্যে শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ।

যাদের জন্য: ৭ থেকে ১২

পর্ব সংখ্যা:

দৈর্ঘ্য (মিনিট): ৯৭

ধরণ: মুক্তিযুদ্ধ

<