গল্প ছাড়া কি ঘুম আসে? ঘুমানোর আগে তো গল্প শোনা চাই-ই-চাই। আর এবার গল্প হবে এমন একটি বাড়িতে যেখানে রয়েছে দাদা-দাদি, মা-বাবা, চাচা-চাচি, ফুপুসহ আরো অনেকেই। পড়াশুনা ও জীবিকার প্রয়োজনে পরিবারের কেউ কেউ বাড়ির বাইরে থাকেন। কিন্তু যেকোন ছুটিতেই তারা চলে আসেন বাড়িতে। আর সেই সাথে জমে ওঠে নতুন নতুন গল্পের আসর।
যাদের জন্য: ৩ থেকে ৯
পর্ব সংখ্যা: ২০২
দৈর্ঘ্য (মিনিট): ২০
ধরণ: গল্প-বলা, পরিবার