যা দেখছি

প্রথম পাতা > যা দেখছি > স্বপ্নঘুড়ি

খলিল স্যার রাগী শিক্ষক। তাঁর ভয়ে শুধু ছাত্ররাই নয়, স্কুলের অন্য শিক্ষকরাও তটস্থ থাকেন। স্কুলে নতুন একজন শিক্ষক আসেন। ক্লাসে ও ক্লাসের বাইরে অল্পদিনেই সবার প্রিয় হয়ে ওঠেন নতুন শিক্ষক, মিষ্টি আপা। তিনি একটি দল বানিয়েছেন স্কুলের সব শিক্ষার্থীদের নিয়ে। এই দলটার নাম দেয়া হয় “স্বপ্নঘুড়ি”। মিষ্টি আপা বিশ্বাস করেন - ছেলেমেয়েরা নির্ভয়ে চলবে, আনন্দে সময় কাটাবে আর মুক্ত চিন্তায় গড়ে তুলবে তাদের শৈশব। শুরু হয় এই ‘স্বপ্নঘুড়ি’ দলের নানা মজার মজার কান্ড কারখানা। স্কুলে কোন কোন শিক্ষকদের কাছে সাধুবাদ পাবার পাশাপাশি কারও কাছ থেকে কটু কথাও শোনে তারা। এইসব ছেলেমেয়েদের টুকরো টুকরো গল্প নিয়ে সাজানো দুরন্ত ও সেভ দ্য চিলড্রেন-এর যৌথ পরিবেশনায় নতুন ধারাবাহিক নাটক “স্বপ্নঘুড়ি”।

যাদের জন্য: ৮ থেকে ১৪

পর্ব সংখ্যা: ২৬

দৈর্ঘ্য (মিনিট): ২০

ধরণ: সচেতনতা, বন্ধুত্ব

<