যা দেখছি

প্রথম পাতা > যা দেখছি > খোকা থেকে বঙ্গবন্ধু

এই অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত নানান মজার গল্প, মানবিক ও সংগ্রামী ঘটনার ইতিহাস জানতে পারবে। প্রতি পর্বে বঙ্গবন্ধুর সাথে সরাসরি সম্পৃক্ত গুণী ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন। আলোচনার ফাঁকে শিশুরা আবৃত্তি পরিবেশন করবে এবং ছবি আঁকবে। এছাড়া বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে দর্শক বন্ধুদের পাঠানো চিঠি পড়ে শোনানো হবে।

যাদের জন্য: ৬ থেকে ১২

পর্ব সংখ্যা: ২৬

দৈর্ঘ্য (মিনিট): ২০

ধরণ: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু

<