টিনটিন একজন তরুন সাংবাদিক। সে তার পোষা কুকুর স্নোয়ি ও তার ক্যাপ্টেন বন্ধু হ্যাডককে সাথে নিয়ে একের পর এক বিভিন্ন রহস্য ও অভিযানে জড়িয়ে পড়ে। টিনটিন ও তার সঙ্গীদের সেই দুঃসাহসিক অভিযান নিয়ে কার্টুন সিরিজ ‘দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন’।
যাদের জন্য: ৯ থেকে ১২
পর্ব সংখ্যা: ১০
দৈর্ঘ্য (মিনিট): ৮০
ধরণ: অভিযান, বন্ধুত্ব, রহস্য